ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

#‘মি-টু’

সিনেমার প্রস্তাব নাকচ করলেন লারা দত্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২১ অক্টোবর ২০১৮

ভারতীয় অভিনেত্রী লারা দত্ত পরিচালক মুকেশ ছবড়ার ছবিতে অভিনয় করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

মুকেশের কোম্পানিটির বিরুদ্ধে যৌন নির্যাতন বিরোধী সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মি-টু’-তে অভিযোগ উঠার পর অভিনয়ের করার প্রস্তাব বাতিল করলেন তিনি।

লারা দত্তের স্বামী মাহেশ বুপাথি শুক্রবার এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লেখেন, যাদের বিরুদ্ধে ‘মি-টু’তে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ‘মি-টু’ তে উল্লিখিত গল্পগুলো নিয়ে প্রায় সবাই দুঃখ প্রকাশ করছে। কিন্তু যারা এ কর্মকান্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না।

মাহেশ বুপাথি বলেন, আমার স্ত্রী লারা দত্ত বলেছিল যে, সে মুকেশ ছবড়ার কোম্পানি থেকে ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন। কিন্তু ওই ছবিতে অভিনয় করবে না বলে জানিয়ে দিয়েছেন। আমি মনে লারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে।

এর আগে ভারতীয় অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতা নানা পাটেকর ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তার এই অভিযোগের পর থেকে ‘মি টু’ নিয়ে সরগরম বলিউড। একের পর এক অভিযোগ আসছে পরিচালক, প্রযোজক, গায়ক কিংবা নায়কের বিরুদ্ধে।

ইতোমধ্যে ভারতের ভিকাস বাল, সুবাস কাপুর, আলুক নাথ, সাজিদ খান এবং আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে নারীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি