ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রণবীর-দীপিকার বিয়ের কার্ড প্রকাশ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

এতোদিন শুধু গুঞ্জনই শোনা গেছে। এবার প্রকাশ্যে এসেছে রণবীর-দীপিকার বিয়ের তারিখ। বিয়ের বাকি মাত্র এক মাস। নভেম্বর মাসের ১৪ ও ১৫ তারিখ বিয়ের অনুষ্ঠানে বসতে যাচ্ছেন দুই তারকা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে তারকা জুটির বিয়ের কার্ড।

বিয়ের কার্ড টুইট করে বিয়ের দিনক্ষণের কথা প্রকাশ্য়ে আনে পাত্র-পাত্রী দু`জনেই। দীপিকা ও রণবীর আলাদা করে টুইট করে নিজেদের বিয়ের তারিখ নিশ্চিত করে দিয়েছেন। এর আগে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, ২০ নভেম্বর চারহাত এক হতে চলেছে। তারিখ এক না হলেও মাস মিলে গেছে। আর এতেই প্রমাণ পেয়েছে ‘যা রটে, তার কিছু বটে’। কারণ এতো দিন দুই তারকাই মুখে তালা দিয়েছিলেন। কখনও তারা বিয়ে, সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

এদিকে দীপিকা ও রণবীর দু’জনেই বিয়ের জন্য ব্যপক প্রস্তুতি হাতে নিয়েছেন। এ মূহুর্তে কেনাকাটায় ব্যস্ত রয়েছেন তারা। সেই সঙ্গে কার্ড বিতরণ তো আছেই।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি