ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দীপিকা-রণবীরকে তারকাদের অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২২ অক্টোবর ২০১৮

ঘোষণা হয়ে গেছে দীপিকা ও রণবীরের বিয়ের তারিখ। আগামী ১৪ ও ১৫ নভেম্বর তাদের বিয়ের অনুষ্ঠান স্থির করা হয়েছে। নিজেরাই তাদের এই মধুর সংবাদটি প্রকাশ করেছেন। আর এরপর থেকেই ইন্টারনেটে তারকা দম্পত্তিকে অভিনন্দন জানাচ্ছেন সবাই। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা সবাই তাদের অভিনন্দন জানাচ্ছেন।

‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘খেলে হাম জি জান সে’- সিনেমায় দীপিকার সহ অভিনেতা অভিষেক বচ্চনও দীপিকার টুইটের প্রেক্ষিতে লিখেছেন, ‘অনেক অভিনন্দন, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।’

একই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন বলিউডে অন্যতম সেরা নায়িকা আলিয়া ভাট্ট। এছাড়া কারিশ্মা কাপুর, করণ জোহর সহ আরও অনেকেই অভিনন্দন জানান তাদের।

করণ লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা।’

জ্যাকলিন ফার্নন্দেজ লেখেন, ‘লক্ষ্যপূরণ।`

আলিয়া ভাট্ট লেখেন, ‘ওহো`। সঙ্গে অনেকগুলো হার্ট ইমোটিকন।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় দীপিকা ও রণবীর সোশ্যাল মিডিয়ায় যৌথভাবে নিজেদের বিয়ে খবরটি ঘোষণা করেন। তারা লেখেন, ‘আমাদের পরিবারের আশীর্বাদ সহ আনন্দের সঙ্গে জানাচ্ছি ২০১৮ এর ১৪, ১৫ নভেম্বর আমাদের বিয়ে। এত বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমরা ভালোবাসা, বিশ্বাস ও বন্ধুত্বের নতুন ধাপে পা রাখতে চলেছি।’

আর এরপরই থেকেই একের পর এক অভিনন্দন বার্তা আসতে থাকে।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি