ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দীপিকার পর বলিউডে আরেক যুগলের বিয়ে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ২৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৯:৪৬, ২৩ অক্টোবর ২০১৮

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর ওদীপিকা পাড়ুকোন। তাদের বিয়ের খবরে বলিউডে হইচই শুরু হয়ে গেছে। এর মধ্যে শোনা গেল আরও এক বলিউড সেলেব্রিটি বসতে চলেছেন বিয়ের পিঁড়েতে। নভেম্বরে দীপিকার বিয়ের পর, ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা।    

এবছরের ডিসেম্বরের ১২ তারিখ বিয়ে করতে চলেছেন কপিল শর্মা। গার্লফ্রেন্ড গিনি শর্মাকে বিয়ে করতে চলেছেন কপিল শর্মা। ডিসেম্বর মাসে জলন্ধরে আয়োজিত হতে চলেছে এই বিয়ে। খুব একটা ছোটোখাটো আয়োজন নয়, বরং রাজকীয় আয়োজনে জলন্ধরে বিয়ে করতে চলেছেন কপিল ও গিনি।

তবে বিয়ের আসর নিয়ে আর কোনও তথ্য প্রকাশ করতে চাননি কপিল। তেব জলন্ধরে যে কপিল শর্মার বিয়ে নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে , তা বলাই বাহুল্য।

এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি