ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আমার হাসিটাই সবচেয়ে বড় শত্রু: পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ২৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:১০, ২৪ অক্টোবর ২০১৮

হালের সারাজাগানো চিত্রনায়িকা পরীমনি। একের পর এক হিট ছবি দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

পরী মনিকে দর্শক ভালোবাসে তাঁর মিষ্টি হাসির জন্য। এই মায়াবী হাসিই বহু তরুণের ঘুম কেড়ে নিয়েছে। অনেককে পাগল করে দিয়েছে তার হৃদয় নিংড়ানো হাসি। কিন্তু পরীমণি বলেন ভিন্ন কথা।

এই হাসির জন্যই নাকি তাঁকে সবচেয়ে বেশি বিড়ম্বনা পোহাতে হয়। কিভাবে-জানতে চাইলে ডানাকাটা এই পরী বলেন, একবার কেউ একজন এসে কেঁদে কেঁদে বলছেন, ‘আই লাভ ইউ, তোমাকে ছাড়া বাঁচব না।’ তো পুরুষ মানুষ এভাবে অনেক জোরে জোরে চিৎকার করে কাঁদছিল। যা দেখেই আমি হেসে দিয়েছিলাম। এরকম পরিস্থিতিও পড়তে হয়।

পরীমণিকে যেকোনো পোশাকেই ভালো লাগে। তার পছন্দের পোশাক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শাড়ি পরতে ভালো লাগে। পছন্দের রং সাদা। তবে সব ধরনের ও সব রঙের শাড়িই আমার ভালো লাগে। বিশেষ করে দেশীয় তাঁত, জামদানি, সুতি শাড়িগুলোর সঙ্গে নিজেকে অনায়েসে মানিয়ে নিতে পারি। শাড়ি পরার ক্ষেত্রে কখন কোন অনুষ্ঠানে যাচ্ছি, তার উপর নির্ভর করে শাড়ির ধরন ও রংটা বাছাই করি। যেমন ধরুন বাসায় থাকলে কী পরব? কোনো মহড়তে গেলে কী পরব? পার্টিতে গেলে কেমন শাড়ি পরব? সব মিলিয়ে কোন অনুষ্ঠানে যাচ্ছি তার উপর নির্ভর করে শাড়ি পরা হয়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি