ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ইমরানের নতুন গানে চমক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৪ অক্টোবর ২০১৮

দেশের জনপ্রিয় সঙ্গীত তারকা ইমরান মাহমুদুলের নতুন মিউজিক ভিডিও ‘মেঘের ডানায়’। ২৩ অক্টোবর সন্ধ্যায় ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি। এতে ইমরানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ভারতীয় নায়িকা দর্শনা। প্রকাশের পরপরই গানটির সিনেমাটোগ্রাফি ও সেট নিয়ে প্রশংসায় শুরু হয়েছে।

সমুদ্রসৈকতে দৃষ্টিনন্দন কিছু সেট তৈরি করে একটি অসাধারণ কাজ করেছেন নির্মাতা। যেখানে বালুকাবেলায় পড়ে থাকা টিভি অথবা রঙিন গাছ, বিকল গাড়ি- আলাদা সৌন্দর্য তৈরি করেছে।

সিনেমাটোগ্রাফি ও সেটের প্রশংসার পাশাপাশি অনেকেই গানটির কথা-সুর ও ইমরানের গায়কী স্টাইলেরও প্রশংসা করেছেন।

‘মেঘের ডানা‘র কথা ও সুর করেছেন সৈয়দ নাফিস। সংগীতায়োজনে আছেন সৈয়দ নাফিস ও শুভ্র রাহা। দ্বৈত এ গানে ইমরানের সঙ্গে গেয়েছেন ভারতের মধুবন্তী বাগচি। ভিডিও পরিচালনা করেছেন সুশভন দাস।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘এই গানে প্রেমের চিরচেনা ও চিরসবুজ অনুভূতির ছোঁয়া পাবেন শ্রোতা ও দর্শকরা। দর্শনা আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোনও গানে মডেল হলেন তিনি। আশা করছি, গানটির ভিডিওটিও ভালো লাগবে সবার।’

গানের ভিডিও দেখুন :

 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি