ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এই প্রথম পপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ২৪ অক্টোবর ২০১৮

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন চিত্রনায়িকা পপি। সিরিজের নাম ‘ইন্দুবালা’। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। পপি এতে অভিনয় করছেন নাম ভূমিকায়।

পপি বলেন, ‘সময় বদলেছে। এখন যুগ অনলাইনের। বিশ্বব্যাপী ওয়েব সিরিজের চাহিদা বাড়ছে। মানুষ হাতের মুঠোয় বিনোদন চায়। আমাদেরও যুগের সঙ্গে তাল মেলাতে হবে। পিছিয়ে পড়লে চলবে না। আমি একজন অভিনেত্রী। ভালো গল্প পেলে আমি অভিনয় করব। হোক সেটা সিনেমা, নাটক, বিজ্ঞাপন কিংবা ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটির গল্প আমার কাছে ভালো লেগেছে। অভিনয় করার সুযোগ আছে বলে মনে হয়েছে। তাই রাজি হয়ে গেলাম।’

সম্প্রতি ‘কাট পিছ’ নামে একটি পোস্টার নিয়ে বেশ আলোচনায় আসেন নায়িকা। সমালোচনাও হয়েছে পপিকে নিয়ে। যদিও পপি এসব সমালোচনা ইতিবাচকভাবে দেখছেন। তবে যতোই আলোচনা-সমালোচনা হোক পপি মনে করেন সিনেমাটির গল্প অন্যসব গল্পের থেকে আলাদা।

পপি অভিনীত ‘জীবন যন্ত্রণা’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’ সহ বেশকিছু সিনেমা মুক্তির তালিকায় রয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি