ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিয়ের তারিখ জানালেন কপিল শর্মা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ২৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:৪৬, ২৪ অক্টোবর ২০১৮

বলিউডে এখন বিয়ের ধুম বইছে। দীপিকা-রণবীর, সোনম কাপুর-আনন্দ, নেহা-অঙ্গদ, প্রিয়াঙ্কা-নিকের বিয়ের ফাঁকে বিয়ের সানাই বাজাতে চলেছেন জনপ্রিয় কৌতুক শিল্পী কপিল শর্মাও। আগামী ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন কপিল।   

জানা যায়, কপিল শর্মা দীর্ঘদিনের বান্ধবী গিনি চাতার্থের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন। গত বছর মার্চ মাসে বান্ধবী গিনি চাতার্থের কথা সোশ্যাল মিডিয়ায় জানান কপিল। এবার সেই গিনির সঙ্গেই ১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়ছেন তিনি। বিয়ের অনুষ্ঠান হবে গিনির হোমটাউন পঞ্জবের জলন্ধরে। জানা যাচ্ছে গিনি তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান, তাই তাঁরা তাঁদের মেয়ের বিয়ে ঘটা করে দিতে চান।  

নিজের বিয়ে প্রসঙ্গে কপিল বলেন, ‘‘আমি গিনির বাবা মায়ের আবেগটা বুঝতে পারছি, তা বাবা-মায়ের একমাত্র মেয়ে, তাই আড়ম্বরের সঙ্গে তাঁরা তাঁদের মেয়ে বিয়ে দিতে চান। আর একই ভাবে আমার বাবা-মাও সেটাই চাইছেন।’’  

কপিল আরোও বলেন, ‘‘যখন আমার দাদার বিয়ে হয়েছিল তখন আমি সেভাবে আয় করতাম না তাই ছোট খাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে দাদা-বৌদির বিয়ে হয়েছিল। তবে যখন আমার বোনের বিয়ে হল তখন আমি প্রতিষ্ঠিত তাই বোনের বিয়েটা আড়ম্বরের সঙ্গেই দিয়েছি। আর এবার আমার বিয়েটাও আমাদের যোগ্যাতার মতো করেই হবে। কিছুদিন আগে আমি যখন আমার পঞ্জাবী ছবির প্রমোশনে ব্যস্ত ছিলাম, তখন সংবাদমাধ্যম আমায় বিয়ে নিয়ে জিজ্ঞাসা করেছিল, তবে আমি তখনও এবিষয়ে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না, তবে এখন জানাচ্ছি, আর আমি এই সিদ্ধান্তে বেশ খুশি। তবে আমার থেকেও বেশি খুশি আমার মা।’’

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি