ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন বিকৃতমনস্কেরা সর্বত্র রয়েছে : জ্যাকলিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এবার তিনি ‘#মি টু’ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। অভিনেত্রী বলেছেন, ‘শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিই নয়। যৌন বিকৃতমনস্কেরা সর্বত্র রয়েছে। পুরো সমাজেই লিঙ্গের ভিত্তিতে বিভাজন রয়ে গিয়েছে।’

ভারতে বিশেষ করে বলিউডে যে ভাবে মি টু আন্দোলন তুঙ্গে পৌঁছেছে সে সম্পর্কে জ্যাকলিন আরও বলেন, ‘মনে রাখতে হবে জেন্ডার ডায়ালগ অনেক দিন ধরেই রয়েছে, আর তা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতেই সীমাবদ্ধ নেই। দুঃখের বিষয় বিকৃত যৌনমনস্কেরা চারপাশেই রয়েছে। কখনও তারা আমাদের বাড়ির সঙ্গেও যুক্ত থাকে, তাই আমরা সব সময়ে বুঝতে পারি না এটা যৌন হেনস্থা নাকি শক্তি প্রদর্শন। আমরা যদি সমাধান চাই এবং সমাজে সুরক্ষিত কাজের পরিবেশ চাই তা হলে আমাদের বিষয়টিতে লেগে থাকতে হবে ‘

উল্লেখ্য, তনুশ্রী দত্ত নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনার পরেই ভারতে মি টু আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে। তারপরেই রাজনীতি, মিডিয়া এবং বলিউড ইন্ডাস্ট্রির অনেকের বিরুদ্ধে অভিযোগ আসেতে থাকে। এমনকি সাজিদ খান, রজত কাপুর, কৈলাশ খের, অলোক নাথ, বিকাশ বহেল, এম জে আকবর, অনির্বাণ ব্লাহ, আশিস পাতিল, পেন্টার যতীন দাস, লেখক বরুন গ্রোভার, কাস্টিং ডিরেক্টর ভিকি সিদানা এবং মুকেশ ছাবরার বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ উঠেছে।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি