ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলচ্চিত্রে আগ্রহ মিথিলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় মডেল-অভিনেত্রী মিথিলা। চাকরি ও সন্তান নিয়ে ব্যস্ত তিনি। তবে সবকিছুর মাঝে অভিনয়টা করছেন ঠিকঠাক। এবার তিনি চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

মিথিলা বলেন, ‘সত্যি বলতে কী আমি চলচ্চিত্রে অভিনয়ের জন্য এতদিন সময় বের করতে পারিনি। তাই এ মাধ্যমটিতে অভিনয় করা হয়ে ওঠেনি। সেদিন জয়া আপার ‘দেবী’ সিনেমা দেখে আমার আগ্রহ জন্মেছে। এখন আমি পুরোপুরি মানসিকভাবে প্রস্তুত। যদি ভালো গল্প, গুণী পরিচালক এবং অন্য সবকিছু ব্যাটে বলে মিলে যায় তাহলে হয়তো শিগগিরই চলচ্চিত্রে অভিনয় করবো। কারণ এখন আমি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সময় দিতে পারবো।’
এদিকে, সম্প্রতি তিনি বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

মিথিলা বলেন, আমি এ পর্যন্ত যত বিজ্ঞাপনে কাজ করেছি তার নব্বইভাগ অমিতাভ রেজার নির্দেশনায় করা। এবারই প্রথম আদনান আল রাজীবের নির্দেশনায় কাজ করলাম। আদনান খুব ভালো একজন বিজ্ঞাপন নির্মাতা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি