ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সু চিকে ব্যঙ্গ করে গান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চিকে নিয়ে নতুন একটি গান লেখা হয়েছে। তাকে ব্যঙ্গ করে ‘রাণীকাহন’ শিরোনামে গানটি লিখেছেন অনুরূপ আইচ। গানটিতে কণ্ঠ দিয়েছেন আমিরুল মোমেনীন মানিক। গানটির সঙ্গীতায়োজন করেছেন তানভীর তারেক।

গানটি সম্পর্কে অনুরূপ আইচ বলেন, এখন পর্যন্ত অনেক গান লিখেছি। কিন্তু মানবিক দায়িত্ববোধ থেকে ‘রাণীকাহন’ গানটি লিখেতে পারি আমি আনন্দিত। আশা করছি, দর্শক ভালোভাবে গানটি গ্রহণ করবেন।

গানটির লিরিক্যাল ভিডিও তৈরি করা হয়েছে সারাবিশ্বের খ্যাতিমান কার্টুনিস্টদের আঁকা সুচির ব্যঙ্গচিত্রের সাহায্যে।

গানটি সম্পর্কে আমিরুল মোমেনীন মানিক বলেন, রাণীকাহন একটি ভিন্নধর্মী গান। দর্শকদের কাছে গানটি ভিন্ন মাত্রা যোগ করবে।

ভিডিও

https://youtu.be/FV75jSuhw9k

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি