ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পপির নতুন অভিজ্ঞতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী পপি। ওয়েব সিরিজটির নির্মাতা অনন্য মামুন। এতে চোর চরিত্রে অভিনয় করেছেন পপি। আর পুলিশ চরিত্রে আঁচল।  

এই চরিত্রে প্রথমে তিশার অভিনয় করার কথা শোনা গেলেও তার পরিবর্তে অভিনয় করছেন ‘কুলি’ তে অভিনয় করে সারাজাগানো এই নায়িকা।

এ বিষয়ে বলেন, ‘সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হচ্ছি। আমার প্রথম ওয়েব সিরিজ। ভিন্ন রকমের অভিনয়, ভিন্ন রকমের গল্প। খুব আনন্দ পাচ্ছি কাজটি করে।’

পুলিশ চরিত্রে অভিনয় করা আঁচল বলেন, সিনেমায় কাজ করার আনন্দ এক রকম, ওয়েব সিরিজের মজা আরেক রকম। খুব মজা পাচ্ছি। শিগগির দেখতে পাবেন আমাদেরকে। ভালো কিছু হবে। সবার পছন্দও হবে।

লাইভ টেকনোলজিস প্রযোজিত এ সিরিজে ইন্দুবালা চরিত্রে অভিনয় করছেন পপি। এরই মধ্যে কলকাতায় সিরিজটির কিছু অংশের শুটিংও করেছেন পপি। বাংলাদেশে শুটিং শুরু হয়েছে শুক্রবারই। এরপর দেশের বাইরে আরও দুটি দেশে শুটিং করার কথা রয়েছে ইন্দুবালার।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি