ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আশাবাদী মিথিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২৭ অক্টোবর ২০১৮

বিচ্ছেদ যাতনা ভুলে ঘুরে দাঁড়িয়েছেন নাটকের প্রিয়মুখ মিথিলা। নতুন পথচলায় বেশ কয়েকটি নাটকে অভিনয় করে সাড়া ফেলেছেন।  

মিথিলার দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে `বিয়ের দাওয়াত রইল` অন্যতম। নাটক অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন তিনি।

এবার এই নাটকের সূত্র ধরে বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হলেন মিথিলা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এতে তার সহশিল্পী হিসেবে আছেন মনোজ প্রামাণিক।  বিজ্ঞাপনটি নিয়ে আশাবাদী মিথিলা

এরই মধ্যে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। এ সম্পর্কে মিথিলা বলেন, `এ পর্যন্ত যত বিজ্ঞাপনে কাজ করেছি তার ৯০ ভাগ অমিতাভ রেজার নির্দেশনায় কাজ করা।

এবারই প্রথম আদনান আল রাজীবের নির্দেশনায় কাজ করলাম। নির্মাতা হিসেবে আদনান খুবই মেধাবী। তিনি একজন মডেলের চাওয়াটা প্রাধান্য দিয়ে ভালোভাবে কাজ করতে পারেন। আমি বাংলালিংকের এই বিজ্ঞাপনটি নিয়ে দারুণ আশাবাদী। আশা করছি, সবার ভালো লাগবে।

প্রসঙ্গত, সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে এ বছরই ১২ বছরের সংসারের অবসান ঘটে মিথিলার। এরপর কিছুদিন আড়ালে ছিলেন। পরে অভিনয়ে ফেরেন মিথিলা।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি