ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অক্ষয়-সুশান্তের বিরুদ্ধে রাখীর ক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২৮ অক্টোবর ২০১৮

বলিউডের বিতর্কীত তারকা রাখী সাওয়ান্ত। বরাবরই তিনি কোনো না কোনো বিষয় নিয়ে মিডিয়াতে সরব হন। সেই সঙ্গে বিতর্ক উসকে দেন তিনি। এবার অভিনেতা অক্ষয় কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন রাখী। অক্ষয় কুমার কেন ‘হাউসফুল ৪’ ছেড়েছেন তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বলিউডের এই অভিনেত্রী। শুধু অক্ষয় কুমার নয়, সুশান্ত সিং রাজপুতকেও নিজের মত করে আক্রমণ করেছেন তিনি।

এর আগে বহুবার ভারতীয় গণমাধ্যমে যৌন হেনস্থা প্রসঙ্গে বক্তব্য় দিয়েছেন রাখী। এবার অক্ষয়কে ঘিরে এবং সুশান্তের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে আসেন তিনি।

রাখী জানান, যৌন হেনস্থার প্রতিবাদ দেখাতে গিয়ে অক্ষয় কুমার যেভাবে ‘হাউসফুল ৪’ ছেড়ে বেরিয়ে এসেছেন তা অনুচিত কাজ। পাশাপাশি, তিনি নানা পাটেকর ও সাজিদ খানের সমর্থনে এগিয়ে আসেন রাখী। তাদের ‘ইনোসেন্ট’ বলে দাবি করেন তিনি। পাশাপাশি, সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংঘির বিতর্ক নিয়েও মুখ খোলেন অভিনেত্রী।

তার দাবি, সঞ্জনার অভিযোগের প্রেক্ষিতে সুশান্ত বড়ই ‘লাজুক’ প্রতিক্রিয়া দিয়েছেন। এমনকি, অলোক নাথের বিরুদ্ধে ওঠা অভিযোগে মুখ খুলেছেন এই তারকা।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি