ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জ্যাকলিনের ব্যালে নাচ ভাইরাল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২৯ অক্টোবর ২০১৮

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনেত্রী বরাবরই ফিটনেস সচেতন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। ভিডিওটি প্রকাশ পেতেই ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটিতে দেখা যায়, ব্যালে নাচ শিখছেন জ্যাকলিন। পড়নে তার সাদা পোশাক। জ্যাকলিনের প্রতিটি পদক্ষেপ ছিল অসাধারণ। ভিডিওটি প্রকাশের পর অসংখ্যবার এটি দেখা হয়েছে। সেই সঙ্গে অসংখ্য মন্তব্যও পড়েছে।

ভিডিওটি শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমার সঙ্গে যারা আছ, সেই ২২.৪ মিলিয়ন ভক্তর জন্য এ ভিডিও ... ভালো-খারাপ সব সময় আমার সঙ্গে আছ। এ কারণেই তোমরা আমার পরিবারের মতো।’

জ্যাকলিন আরও লেখেন, ‘আশা করি, তোমাদের সব সময় হাসিখুশি রাখতে পারব, আশা দিতে পারব...।’

দেখুন ভিডিও :

সূত্র : বলিউড বাবল

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি