ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাহসী যোদ্ধা পপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২৯ অক্টোবর ২০১৮

মনের বয়স যদি না বাড়ে তাহলে ছেলেমানুষিতে মেতে উঠতে দোষ কী? কৈশোরকে ছুঁয়ে দেখার সুযোগ তাই হাতছাড়া করেননি অভিনেত্রী পপি। সুযোগ পেয়ে ছুটে গেছেন শিশু পার্কে। উঠে পড়েছেন চক্রাকারে ঘুরতে থাকা খেলনা ঘোড়ার পিঠে।

সেদিন তার চোখেমুখে ফুটে উঠেছিল কিশোরীর আনন্দ-আভা। সে মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী। খেলনা ঘোড়ার পিঠে সওয়ার পপির এই দৃশ্য যুক্ত করেছেন `সাহসী যোদ্ধা` ছবিতে।

অ্যাকশনধর্মী গল্প নিয়ে নির্মিত `সাহসী যোদ্ধা` ছবিতে পপির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিন খান, ববি, অভি, ফরহাদ, সুব্রত, দীপা, রেবেকাসহ অনেকে। আগামী বছরের প্রথমভাগে ছবিটি সারাদেশে মুক্তি পাবে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি