ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নায়িকা পপি গ্রেফতার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ৩০ অক্টোবর ২০১৮

পর্দায় নায়ক-নায়িকাদের বিয়ে প্রায় হয়ে থাকে। তবে তবে, বিয়ের মামলায় কোনো নায়িকাকে গ্রেফতার করা হয়েছে এমনটা শোনা যায় না সাধারণত। কিন্তু ‘গোপনে বিয়ে করায় পরিবারের করা মামলায় গ্রেফতার হলেন পপি...’ এমন ক্যাপশন দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন পরিচালক অনন্য মামুন। হ্যাঁ এমনটা হয়েছে একটি ওয়েব সিরিজের গল্পে।

এ ব্যাপারে নায়িকা পপি বলেন, ‘এটি তো ওয়েব সিরিজের একটা কাজ। সিরিজটির নাম ইন্দুবালা। অনন্য মামুন নির্মাণ করছেন। এরই একটি দৃশ্যে গোপন বিয়ের কারণে গ্রেফতার করে পুলিশ। সেই সিক্যুন্সের ছবিই পরিচালক পোস্ট করেছেন।’

ওয়েব সিরিজে কাজ করছেন বাংলাদেশের বেশ কজন নায়িকা। তাদের মধ্যে পপি একজন। হঠাৎ করে ওয়েব সিরিজ করছেন, কারণ কী? জানতে চাইলে এ নায়িকা বলেন, ‘অনলাইন দুনিয়ায় সবাই এখন ওয়েব সিরিজি দেখছে। জনপ্রিয় শিল্পীরাও এতে কাজ করছেন। এই সিরিজটির বাজেট বেশ ভালো। সুতরাং পরিকল্পনা করে গুছিয়ে কাজ করা যাবে। এ কারণেই কাজ করছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি