ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের আগে অভিজ্ঞতা সংগ্রহ করে নিচ্ছেন দীপিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ৩১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরইে রণবীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন দীপিকা পাড়ুকোন। আসছে ১৪ ও ১৫ নভেম্বর দু-দিন ইতালির লেক কোমোতে কন্নড় ও সিন্ধি পাঞ্জাবি মতে। দুই রীতি মেনে সাতপাকে বাঁধা পড়বেন ‘দীপবীর’। তবে আপাতত গত দু’দিন ধরে দীপিকা পাড়ুকোন শ্রীলঙ্কায় রয়েছেন। উপলক্ষ্য তুতো বোনের বিয়ে। বলা ভালো নিজের বিয়ের আগে অভিজ্ঞতা সংগ্রহ করে নিচ্ছেন দিপ্পি।

তুতো বোনের বিয়েতে নিজের পরিবারের সঙ্গেই দীপিকাকে শ্রীলঙ্কায় দেখা গেছে। সেখানে সাদা পোশাকে অন্যান্য সময়ের মতোই ভীষণ গর্জিয়াস দেখাচ্ছিল হবু রণবীর ঘরণীকে।

সূত্রের খবর, রণবীর সিম্বার শ্যুটিং শেষ করে ১০ নভেম্বর ইতালি উড়ে যাবেন নিজের পরিবারের সঙ্গে। অন্যদিকে, দীপিকাও তার পরিবারের সঙ্গে ওইদিনই ইতালি উড়ে যাবেন। শোনা যাচ্ছে, বিয়ে থেকে মধুচন্দ্রিমা পর্যন্ত তিন সপ্তাহের ছুটি নিয়েছেন রণবীর। অন্যদিকে, ‘পদ্মাবত’-এর পর থেকেই কোনও ছবির শ্যুটিং শুরু করেননি দিপ্পি। বিয়ে ও রিসেপশন সবকিছুর পরই তিনি নতুন ছবির কাজ শুরু করবেন।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি