ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে উড়ো চুম্বন শাহরুখের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ২ নভেম্বর ২০১৮

৫৪ বছরে পা রাখলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। জন্মদিনের প্রথম প্রহরে শাহরুখের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’র সামনে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে। প্রিয় তারকাকে এক নজর দেখতে ও জন্মদিনের শুভেচ্ছা জানাতে বহু বছর ধরেই পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। ‘কিং খান’ও গভীর ভালোবাসায় ভক্তদের সঙ্গে মুহূর্তটি ভাগ করে নেন।

এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। শুক্রবার শাহরুখের জন্মদিনের প্রথম প্রহরে অসংখ্য ভক্ত ‘মান্নাত’র দরজার সামনে উপস্থিত হন। ‘মান্নাত’র সামনে শাহরুখ খানভক্তদের ভালোবাসায় সাড়া দিয়ে প্রতিবারের মতো এবারেও বাড়ির সামনের রেলিংয়ে উঠে দেখা দিয়েছেন শাহরুখ। শুধু তাই নয় হাত নেড়েছেন ও ভক্তদের প্রতি উড়ো চুম্বন দিয়ে তিনিও ভালোবাসা জানিয়েছেন।
এদিকে স্ত্রী গৌরি খানের মুখে কেক তুলে দিয়েও জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন বলিউড বাদশা।
ইনস্ট্রাগ্রামে সেই ছবি পোস্ট করেন শাহরুখ। সেই সঙ্গে তিনি লেখেন, স্ত্রীর জন্য ফেড কেক।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি