ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নতুন গান নিয়ে এলেন বিশ্বজিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২ নভেম্বর ২০১৮

নতুন গান নিয়ে এসেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গানের শিরোনাম ‘আমি বলতে তোমায় পারিনি’। গানটি লিখেছেন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী। এরই মধ্যে গানের ভিডিও তৈরি হয়েছে।

ভিডিওতে কুমার বিশ্বজিতের পাশাপাশি মডেল হয়েছেন লাক্স সুন্দরী মীম মানতাসা ও ফারহান খান রিও।

এরই মধ্যে গানটি স্ট্রিমিং প্লাটফর্ম রবি স্ক্রিনে প্রকাশ হয়েছে।

গান ও ভিডিও প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘এ গানটির কথা বেশ ভালো লেগেছে। পাশাপাশি সুর ও সঙ্গীতায়োজনও ভালো হয়েছে। আশা করি গান এবং ভিডিও শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি