ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তানজিন তিশার ‘ডেড বলে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তানজিন তিশা। সময়ের জনপ্রিয় অভিনেত্রী। এবার ‘ডেড বল’ নামে একটি নাটকে অভিনয় করলেন তিনি। নাটকটি রচনা করেছেন আওরঙ্গজেব ও পরিচালনা করেছেন হাসিব খান।
এ নাটকের কেন্দ্রীয় চরিত্র বর্ণ। এ চরিত্রেই দেখা যাবে তিশাকে। তাকে ঘিরেই তিনজন যুবকের প্রেম করতে ইচ্ছার গল্প ডেড বল।

গল্পে দেখা যাবে, তিন বন্ধু বর্ণ নামের একটি মেয়ের পিছে ঘোরে। তারা তিনজনই নানাভাবে বর্ণকে প্রেম করার প্রস্তাব দেয়। কিন্তু শেষতক তারা তিনজনই বর্ণের প্রেমে ছ্যাঁকা খায়। কারণ বর্ণ ভালোবাসে অন্য কাউকে। ছেলে তিনটি আবার অন্য কোথাও গিয়ে অন্য এক মেয়ের পেছনে ঘুরতে থাকে।
এ ভাবনার ওপরই ভিত্তি করে নাটকের নাম দেয়া হয়েছে ‘ডেড বল’। এতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘গল্পটা একটু অন্যরকম মনে হয়েছে আমার কাছে। আমার চরিত্রে প্রাণবন্ত অভিনয়ের চেষ্টা করেছি। আশা করি, সবার ভালো লাগবে।’
নাটকটি শিগিগরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি