ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আমাকে ‘জিরো’ করতে বলেছিল সালমান : শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শাহরুখ খান ও সালমান খান। দুই খানই দীর্ঘ দিনের বন্ধু। ২০০৮ সালে তাদের একবার খুব ঝামেলা হয়েছিল। তবে তার পরে বহুবার বিভিন্ন পার্টিতে এক সঙ্গে দেখা গেছে। শেষে ২০১৪ সালে সালমানের বোন অর্পিতার বিয়ের সময়ে দু`জনের মধ্যে ঝামেলা মিটে যায়। দু`জনে এক সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন। ‘হাম তুমহারে হ্যায় সনম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘করণ অর্জুন’ প্রভৃতি। সেই সালমানের প্রশংসায় এবার শাহরুখ।

এক বছরের অপেক্ষা শেষে ‘জিরো’র ট্রেলার প্রকাশ করেছেন শাহরুখ খান। ইতিমধ্যে ট্রেলার ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শাহরুখ খান সহ এ সিনেমাতে দেখা যাবে সালমান খানকেও।

‘জিরো’ সিনেমাতে সালমানের একটি ক্যামিও চরিত্র রয়েছে। এর আগে ঈদ স্পেশ্যাল ট্রেলারে তাকে এক ঝলক দেখা গিয়েছিল।

নতুন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে শাহরুখ জানান, ‘আনন্দ এল রাই যে অনেককে বলেছিলেন তা নয়, সালমান আমাকে ফোন করে বলেছিল এই সিনেমাটি করো।’

শাহরুখ বলেন, ‘এই কারণেই সে (সালমান) ওই গানটা করেছিল। সে (সালমান) এই সিনেমার একটা অংশ হয়ে থাকতে চেয়েছিল।’

মিডিয়ার সঙ্গে কথা বলার সময়ে শাহরুখ ক্রমাগত সালমানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘সালমান একজন অসামান্য মানুষ। সালমান নিজে এসে বলেছিল আমি এই সিনেমার একটা অংশ হয়ে থাকতে চাই। ও (সালমান) খুবই ব্যক্তিত্বপূর্ণ।’

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি