ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেনে নিন সানি লিওন সম্পর্কে অজানা ১২টি তথ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পর্নস্টার থেকে বলিউড সিনেমার নায়িকা হওয়া আলোচিত অভিনেত্রী সানি লিওন। অবশ্য তার বিরুদ্ধে ভারত থেকে পর্নসাইট চালানোর অভিযোগ রয়েছে। আসলে বলিউড সেনসেশন সানি লিওনকে নিয়ে যেন জল্পনা-কল্পনার শেষ নেই। তবে এই সব কাজের বাইরে তার আরও অনেক তথ্য রয়েছে, যা অনেকের কাছে অজানা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো-

১. কানাডায় ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন সানি লিওন।  

২.  তার পারিবারিক নাম করণজিত কৌর বোহরা হলেও মিডিয়া জগতে তিনি সানি লিওন নামেই পরিচিত।

৩. অভিনেত্রীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। আর তার ওজন ৫০ কেজি।

৪. সানি লিওন একজন নার্স হতে চেয়েছিলেন। আর এজন্য তিনি নিয়েছিলেন ট্রেনিংও।

৫. জার্মান বেকারিতে ১৫ বছর বয়স থেকে রোজগার শুরু করেন।

৬. ২০০১ সালে পেন্টহাউস ম্যাগাজিনের এক চিত্র সাংবাদিকের সঙ্গে পরিচয় হওয়ার পরই তার গ্ল্যামার দুনিয়ায় আসা।

৭. অ্যান্টি বুশ প্রচারের জন্য ২০০৪ সালে নিজের চুল ছেটে ফেলে প্রতিবাদ জানান সানি।

৮. পশুপ্রেমী সানি লিওন পশুদের জন্য তিনি একাধিক উদ্যোগ নিয়ে থাকেন।

৯. সানি যখন প্রথম পর্নগ্রাফি করতে রাজি হন, তখন তার শর্ত ছিল শুধু লেসবিয়ান পর্ন-ই করবেন তিনি।

১০.  ২০০৪ সালে ‘দ্য গার্ল নেক্সট ডোর’-এ অতিথি চরিত্রে অভিনয় করেন। আর তার জীবনের দ্বিতীয় ছবি ‘ভারচুয়াল ভিভিড গার্ল সানি লিওন’। ছবিটি করে তিনি এভিএন অ্যাওয়ার্ড জেতেন। পর্নগ্রাফিতে যা অস্কারের সঙ্গে তুলনা করা হয়।

১১. সানি লিওনের বলিউডে যাত্রা শুরু হয় জিসম-২ দিয়ে। কিন্তু তার বলিউডে ডেব্যু হওয়ার কথা ছিল মোহিত সুরির কলিযুগ ফিল্ম দিয়ে। শেষ পর্যন্ত পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় সানি ওই ফিল্ম করেননি।

১২. ৪১টি পর্ন ছবিতে অভিনয় করেছেন সানি লিওন। এর পাশাপাশি ৪২টি পর্ন ছবি পরিচালনা করেছেন আলোচিত এই অভিনেত্রী।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি