ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীপিকা-রণবীরের বিয়ের মেনুতে কী কী থাকছে জানেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড সেনসেশন দীপিকা-রণবীরের বিয়ে ১৪ নভেম্বর। বিয়ে হবে ইতালির লেক কোমোর ভিলা বলবিয়ানেলো। ইতোমধ্যে ইতালি পৌছে গেছে ‘মিয়া-বিবি’।

এদিকে তাদের বিয়ের পোশাক থেকে শুরু করে মেনু, সবকিছু নিয়েই এখন সরগরম বলিউড। কী কী থাকতে পারে দীপবীরের বিয়ের মেনুতে। দেখে নেওয়া যাক।

বিয়ের মেনু এতটাই এক্সক্লুসিভ যে, মেনু ভবিষ্যতে আর কোথাও ‘রিপিট’ করা যাবে না, এই মর্মে শেফের সঙ্গে অভিনব চুক্তিও করা হয়ে গিয়েছে। কী কী থাকতে পারে বিয়ের মেনুতে তা নিয়ে চলছে জল্পনা।

ইতালিতে বিয়ে করছেন, তাই ইতালির কোনও বিশেষ পদ থাকতে পারে কি মেনুতে? তা নিয়েও চলছে আলোচনা।

দীপ-বীরের বিয়ের মেনুতে নাকি থাকছে বিশাল একটা ওয়েডিং কেক। এই কেক কাটবেন নবদম্পতি। সুইজারল্যান্ডের কোনও বিখ্যাত শেফ এই কেক বানাবেন বলে শোনা যাচ্ছে।

শোনা যাচ্ছে, এই বিয়েতে কোঙ্কণী স্টাইলের ভাত-সহ আরও বেশ কিছু পদ থাকছে দীপিকার বাড়ির তরফে।

সনাতনী দক্ষিণ-ভারতীয় পদ দোসাও থাকার কথা দীপিকার বিয়ের মেনুতে। তবে তা হবে একেবারেই অন্য ধরনের।

পাঞ্জাবী সনাতনী রান্না থাকবে রণবীরের পরিবারের তরফে। সরষোঁ দা শাক, মক্কি কা রোটি থাকছেই।

মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনে থাকবে বিশ্বের সেরা কিছু পদ। স্পেশাল বাটার চিকেন ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের রান্না, মোঘলাই, চাইনিজ, কন্টিনেন্টাল-সহ আরও অসংখ্য পদ থাকছে। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে মেনু থাকবে এই রিসেপশনে।

বিয়ের ডিজার্টও হবে স্পেশাল। সুইজারল্যান্ডের বিশেষ ডিজার্ট থাকার কথা দীপবীরের বিয়ের মেনুতে।

ইতিমধ্যেই বিমানবন্দরে দেখা গিয়েছে দীপিকাকে। স্টানিং আউটফিটে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে মুম্বই থেকে ইতালিতে রওনা দিয়েছেন দীপিকা।

 

 

তথ্যসূত্র: আনন্দবাজার

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি