ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হানিমুন বাদ দিলেন দীপিকা-রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ১৪ নভেম্বর ২০১৮

দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত বলিউড। পুরো বিশ্বে ছড়িয়ে থাকা দুই তারকার ভক্তদের মধ্যেও আনন্দের জোয়ার। ইতালির কোমো লেকের পাশেই সেজে উঠছে দীপিকা পাড়ুকোন-রণবীর সিং এর বিয়ের আসর। ১৪ ও ১৫ নভেম্বর দু’দিন ধরে এই আসরে আলো জ্বলবে।

এদিকে শোনা যাচ্ছে নতুন কথা। এখনই হানিমুনে যাচ্ছেন না দীপিকা ও রণবীর। বরং বিয়ের পর দ্রুত মুম্বাই ফিরতে যাচ্ছেন দুজন।
জানা গেছে, ১৪ ও ১৫ নভেম্বর বিয়ের পর ১৮ তারিখই ইতালি থেকে ভারতে আসবেন তারা। এরপরেই বেঙ্গালুরুতে তাদের রিশেপসন হবে।  সেখান থেকে মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে হবে বলিউড রিসেপশন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি