ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

দীপিকার বিয়ে দেশের বাইরে হওয়ায় বিরক্ত প্রিয়াঙ্কার মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ১৭ নভেম্বর ২০১৮

জোর কদমে শুরু হয়ে গেছে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ের প্রস্তুতি । যেহেতু তাদের বিয়ে হচ্ছে যোধপুরের রাজপ্রাসাদে, তাই এই বিয়েকে রাজকীয় রূপ দেওয়া হচ্ছে। রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়বেন এই দুই তারকা। তবে এ দুই তারকার বিয়ের আগেই রণবীর সিং আর দীপিকা এর বিয়ে নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।

ইতালির লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় গত বুধবার রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে কনকানি রীতি মেনে। আর পরদিন বৃহস্পতিবার সিন্ধি রীতিতে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুটি।

এদিকে মেয়ের বিয়ে উপলক্ষে এরই মধ্যে যোধপুরে পৌঁছে গেছেন মা মধু চোপড়া। বিয়ের আয়োজনের সবকিছু তিনি নিজেই দেখাশোনা করছেন। কোথাও এতটুকু ভুল হোক, তা মোটেই চান না। সাংবাদিকদের সঙ্গে বরাবরই তার ভালো সম্পর্ক। যোধপুরে পৌঁছার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ের ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় মধু চোপড়া খুব বিরক্ত হন। এই বিরক্তির মূল কারণ, তাদের বিয়েটা হয়েছে দেশের বাইরে, ইতালিতে। তাই কেন এই বিয়ে নিয়ে এত কথা হচ্ছে?

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ৩০ নভেম্বর থেকে আগামী ২ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে হবে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ের অনুষ্ঠান। এখন দেশ-বিদেশের সব সংবাদমাধ্যমের আগ্রহ এই বিয়েকে ঘিরে।

মধু চোপড়া বলেন, ‘যোধপুর খুব সুন্দর শহর। আমার অন্যতম পছন্দের জায়গা। পাশাপাশি আমার মেয়েরও। তাই গোটা দুনিয়া এক পাশে রেখে দেশের মাটিতেই সাত পাকে বাঁধা পড়বে আমার মেয়ে। এটা আমার জন্য খুব আনন্দের।’

মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে যোধপুরের উমেদ ভবনে প্রিয়াঙ্কা চোপড়ার সাত পাকে বাঁধা পড়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে খুব খুশি হয়েছেন মা মধু চোপড়া। আর তা সাংবাদিকদের সামনে স্পষ্ট করেছেন তিনি। পাশাপাশি ‘ডেস্টিনেশন ওয়েডিং’য়ের ব্যাপারে যে তিনি অসন্তুষ্ট, তাও স্পষ্ট হলো।

ভারতীয় সংবাদমাধ্যম জানতে পেরেছে, যোধপুরে যাবেন নিক জোনাসের বাবা পল কেভিন জোনাস আর মা ডেনিস মিলার জোনাস। শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে তারা ভারতে আসছেন। যোধপুরের উমেদ ভবনে নিক-প্রিয়াঙ্কার বিয়ের সবকিছু তারাও দেখাশোনা করতে চান।

যার বিয়ে নিয়ে সবাই এত ব্যস্ত, সেই প্রিয়াঙ্কা চোপড়া এখন দিল্লিতে ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং করছেন। পরিচালক সোনালি বোস জানিয়েছেন, ছবির শুটিং থেকে ছুটি নিচ্ছেন প্রিয়াঙ্কা। এরপর হবু শ্বশুর-শাশুড়িকে নিয়ে তিনি যোধপুরে যাবেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি