ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝুমা বউদির নাচ ভাইরাল! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ২৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ২৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘দুপুর ঠাকুরপো’র ঝুমা বউদি। যেমন তাঁর রূপ, তেমনি তাঁর আবেদন। বুঝতেই পারছেন বাঙালি কন্যা অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসার কথাই বলা হচ্ছে। ভোজপুরি সিনেমায় অভিনয় করে, বিগ বসের ঘরে গিয়ে দীর্ঘদিনের বন্ধু বিক্রান্ত সিং রাজপুতকে বিয়ে করে, দেওরদের মন কাড়তে চলে আসেন ‘দুপুর ঠাকুরপো’য়। যা দেখে দেওরদের হৃদয়ে ঝড় বয়ে যায়।    

সম্প্রতি মোনালিসা তথা অন্তরা বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল সাইটে। যেখানে স্লিভলেস সালওয়ার কামিজ পরে ‘চিকনি চামেলি’-তে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মোনালিসা সেই ভিডিও শেয়ারও করেন। আর তারপরই সেটি ভাইরাল হয়ে যায় হু-হু করে।

‘দুপুর ঠাকুরপো’র মত জনপ্রিয় ওয়েব সিরিজ শেষ হওয়ার পর এখনও পর্যন্ত আর কোনও বাংলা প্রজেক্টে দেখা যায়নি মোনালিসাকে। বর্তমানে ‘নজর’ নামে একটি হিন্দি মেগার শুটিং করছেন তিনি। পাশাপাশি আরও বেশ কয়েকটি ভোজপুরি সিনেমার কাজও মোনালিসা শুরু করেছেন তিনি। সূত্র: কলকাতা জি-২৪    

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি