ঢাকা, মঙ্গলবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৫

ডিসেম্বরেই রাখি সাওয়ান্তের বিয়ে!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ২৮ নভেম্বর ২০১৮

বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের বিয়ে নিয়ে যখন জল্পনা শুরু হয়েছে, সেই সময় এমন সুখবর দিলেন রাখি। আগামী ডিসেম্বর মাসেই দীপক কালাল-এর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রাখি সাওয়ান্ত। কি ঝটকা লাগল তো শুনে? কিন্তু, নিজের বিয়ের খবর ইতিমধ্যেই সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন টেলিভিশনের `ড্রামা কুইন`।  

জানা যাচ্ছে, `ইন্ডিয়াস গট ট্যালেন্ট`-এর জনপ্রিয় প্রতিযোগী দীপক কালালকে নাকি বিয়ে করছেন রাখি সাওয়ান্ত। আগামী ৩১ ডিসেম্বর দীপকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তবে ভারতে নয়, মার্কিন মুলুকে বসবে বিয়ের আসর। ৩১ ডিসেম্বর লস এঞ্জেলসে বিকেল ৫.৫৫ মিনিটে দীপক কালাল-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন রাখি সাওয়ান্ত।

এ বিষয়ে রাখি বলেন, ৩১ ডিসেম্বর লস এঞ্জেলসে তিনি দীপক কালালের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। বিয়ের সমস্ত আয়োজন দীপক নিজেই করছেন বলেও জানান রাখি। তিনি আরও বলেন, দীপক অত্যন্ত ভাল মনের একজন মানুষ। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাখি। শুধু তাই নয়, এই মরশুমে সবাই যখন বিয়ে করছেন, তখন তিনিই বা আর বাদ যাবেন কেন বলেও মন্তব্য করেন `ড্রামা কুইন`।

তবে এর আগেও বহুবার বিয়ে নিয়ে একাধিক কথা বলেছেন রাখি। `রাখি কা সয়ম্বর` নামে একটি অনুষ্ঠানে হাজির হয়ে কার গলায় মালা দেবেন, তা নিয়েও যথেষ্ঠ জলঘোলা করেছেন। কিন্তু, এবার আর তা হচ্ছে না। সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। সংবাদমাধ্যমের সামনে জোর গলায় এমনই দাবি করেছেন রাখি সাওয়ান্ত।

প্রসঙ্গত, অভিষেক অওয়াস্তির সঙ্গে এক সময় সম্পর্কে জড়ান রাখি সাওয়ান্ত। কিন্তু, সম্পর্কের কিছুদিনের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর `রাখি কা সয়ম্বর`-এর মাধ্যমের এনআরআই ইলেশ পারুজানওয়ালা নামে এক ব্যক্তিকে বিয়ে করবেন বলে জানান রাখি সাওয়ান্ত। কিন্তু, সেই সম্পর্কও টেকেনি বেশিদিন।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি