ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খ্রিষ্টান ক্যাথলিক রীতিতে বিয়ে করলেন প্রিয়াঙ্কা-নিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন তারকা নিক জোনাসের বিয়ে সম্পন্ন। প্রথমে হিন্দু রীতিতে বিয়ের কথা থাকলেও বিয়ে হয়েছে খ্রিষ্টান ক্যাথলিক রীতিতে। শনিবার ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে অনুষ্ঠিত হয় দুই তারকার বিয়ের আনুষ্ঠানিকতা।
খ্রিষ্টান রীতিতে প্রথম বিয়ের পর আজ রোববার হিন্দু রীতিতে দ্বিতীয়বারের মতো বিয়ে করবেন এই নবদম্পতি। উমেদ ভবন ক্যাথলিক রীতিতে প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের আনুষ্ঠানিকতার প্রতিনিধিত্ব করেন পল কেভিন জোনাস সিনিয়র।
বিয়েতে উপস্থিত ছিলেন কনের মা মধু চোপড়া, ভাই সিদ্ধার্থ, চাচাতো বোন পরিণীতি চোপড়া এবং মানারা চোপড়া। বরপক্ষে ছিলেন নিকের বাবা পল কেভিন সিনিয়র, মা ডেনিস, ভাই কেভিন এবং তাঁর স্ত্রী ড্যানিয়েল, আরেক ভাই জো এবং তার বাগদত্তা ‘গেম অব থ্রোনস’ সিরিজের অভিনেত্রী সোফি টার্নার।
অনুষ্ঠানে কোনো অতিথিকেই মোবাইল ফোন বা ক্যামেরা সঙ্গে নিতে দেওয়া হয়নি। আমন্ত্রিত অতিথি ছাড়া কেউই স্থান পাননি পিনিকের বিয়েতে।
পরিবারের সদস্যরা ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা, মেয়ে ইশা, ছেলে আকাশ এবং অনন্ত। উপস্থিত ছিলেন হলিউড অভিনয়শিল্পী আর্মি হ্যামারের স্ত্রী এলিজাবেথ চেম্বারস, ব্রিটিশ গায়ক ও অভিনেতা জেসমিন ওয়ালিয়া এবং সালমান খানের বোন অর্পিতা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি