ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মিঠুর আর্থিক সাহায্যার্থে বিয়ে বিড়ম্বনার প্রদর্শনী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ৩ ডিসেম্বর ২০১৮

নাট্যকর্মী ফরহাদ হোসাইন মিঠু গুরুতর অসুস্থ। অর্থের অভাবে তার চিকিৎসা করা সম্ভব হয়ে উঠছে না। মিঠুর কিডনি ট্রান্সপ্লান্টেশন করার জন্য আর্থিক সাহায্যার্থে রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার যৌথ উদ্যোগে দর্শকপ্রিয় কমেডি নাটক ‘বিয়ে বিড়ম্বনার প্রদর্শনী করতে যাচ্ছে তারুণ্যোদীপ্ত নাট্যদল’ নাটুকে’..!

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকা বেইলী রোডস্থ মহিলা সমিতি বা নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হবে।  

বিশ্বখ্যাত নাট্যকার ‘মলিয়্যের’ রচিত, অরূপ রুদ্র রূপান্তরিত, অসীম দাশ নির্দেশিত ‘বিয়ে বিড়ম্বনা’র এটি ১০৩তম প্রদর্শনী।
অভিনয় করেছেন- আল নোমান, মাহবুব, মনি, শ্যামল, খোকন, সজীব, দীপু, পল্লব ও মুরাদ।

এসি  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি