ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘদিন পর বিজ্ঞাপনে শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউড সুপারস্টার শাকিব খান। দুই বাংলায় সিনেমা নিয়ে বেশ ব্যস্ত তিনি। তবে এবার দীর্ঘদিন পর বিজ্ঞাপনে ফিরছেন ঢালিউড কিং। টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব।
নির্মাতা বলেন, ‌‘বিজ্ঞাপনের গল্পের প্রয়োজনেই শাকিব খানকে নেয়া হয়েছে। এখানে ভক্তরা নতুনভাবে খুঁজে পাবেন শাকিবকে।’
তিনি আরও জানান, সোমবার শাকিব খান বিজ্ঞাপনটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এরই মধ্যে রিহার্সালেও অংশ নিয়েছেন তিনি। এতে শাকিব খানের সঙ্গে দেখা মিলবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার।
আগামীকাল বৃহস্পতিবার টিভিসিটর শুটিং শুরু হবে। রাজধানীর মিরপুরে হবে এর দৃশ্যধারণ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই এটি প্রচারে আসবে বলে জানা তিনি।
উল্লেখ্য, এর আগে প্রাণ-আরএফএল গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল শাকিব খানকে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি