ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কাকে কনের বেশে দেখে যিনি কাঁদলেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সদ্য বিয়ের কাজটি সারলেন  প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। মহাধুমধামের সঙ্গে তাদের বিয়ে পর্ব শেষ হয়। যোধপুরের উমেদ ভবনে গাঁটছড়া বেঁধেছেন এই জুটি। খ্রিষ্টান এবং হিন্দু মতে বিয়ে করেছেন তাঁরা। দিল্লিতে হয়েছে রিসেপশন। কিন্তু প্রিয়ঙ্কাকে কনের বেশে দেখে নাকি কেঁদে ফেলেছিলেন একজন। তিনি কে জানেন? 

তিনি মধু চোপড়া। প্রিয়ঙ্কার মা। আর মেয়েকে দেখে কেঁদে ফেলার কথা সাংবাদিকদের জানিয়েছেন মধু স্বয়ং।  

মধুর কথায়, ‘‘প্রিয়ঙ্কাকে যখন কনের সাজে দেখলাম, আমি কেঁদে ফেলেছিলাম। আসলে এই দিনটার জন্য জীবনভর অপেক্ষা করেছি। আমার সন্তানকে রানির মতো দেখাচ্ছিল। আমাদের সকলের জন্যই খুব ইমোশনাল মুহূর্ত ছিল সেটা।’’

মধু আরও জানান, কোনও শর্টকাট নয়। সমস্ত নিয়ম মেনেই বিয়ে করেছেন প্রিয়ঙ্কা। মধুর বরাবরের ইচ্ছে ছিল ভারতীয় নিয়ম মেনে বিয়ে দেবেন মেয়ের। মায়ের ইচ্ছের কথা জানতেন প্রিয়ঙ্কাও। তা পূরণও করেছেন তিনি। আগামী ২০ ডিসেম্বর মুম্বইয়ে ইন্ডাস্ট্রির সদস্যদের জন্য পার্টি দেবেন প্রিয়ঙ্কা-নিক।

এসি  
     


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি