ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাসপাতালে কৌতুক অভিনেতা টেলি সামাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ১০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ১০ ডিসেম্বর ২০১৮

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। রাজধানীর স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার সঙ্গে রয়েছেন তার বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী।    

টেলি সামাদের রক্তের প্লাটিলেট কমে গেছে। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. প্রতীক দেওয়ানের তত্ত্বাবধানে এখন তার চিকিৎসা চলছে। গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।     

মেয়ে সোহেলা সামাদ কাকলী বলেন, বাবার বুকে ইনফেকশন হয়েছে। এছাড়া তার রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে। তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে ইতোমধ্যে। খাবারের প্রতি অনিহা রয়েছে তার। এ জন্য শরীর খুব দূর্বল হয়ে পড়েছে।    

এর আগে ২০১৭ সালে টেলি সামাদের যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয়। দেশে আসার পর আবারও তিনি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৭৩ সালে ‘কার বউ’চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় আগমন ঘটে টেলি সামাদের। এরপর কমেডি নির্ভর অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নেন তিনি।     

এসি
      


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি