ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এবার টেলিভিশনে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ১৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:০৭, ১৩ ডিসেম্বর ২০১৮

বিজয় দিবস উপলক্ষে টেলিভিশনে দেখানো  হবে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। একসঙ্গে দেশের তিনটি বেসরকারি টিভি চ্যানেলে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ১৫ ডিসেম্বর দুপুর ৩টায় চ্যানেল আই, মাছরাঙা ও গাজী টিভিতে প্রচার হবে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ চলচ্চিত্রটি।

এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এটির চিত্রগ্রহণ করেছেন সাদিক আহমেদ।
৭০ মিনিটের এই ডকুফিল্মে পান্নালালের গাওয়া ‘আমার সাধ না মিটিলো’ গানটি ব্যবহার করা হয়েছে। এখানে মূল দুটি চরিত্রে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ সিনেমা হলে মুক্তি পেয়েছে ১৬ নভেম্বর।
ওইদিন রাজধানীর স্টার সিনেপ্লেক্স, মধুমিতা সিনেমা হল, ব্লকবাস্টার সিনেমা ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে একযোগে মুক্তি পায়। 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি