ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গুগল সার্চে সেরা দশে হিরো আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১৩ ডিসেম্বর ২০১৮

প্রতিদিন গুগলে তথ্য খোঁজার জন্য অসংখ্য মানুষ নানা বিষয়ের উপর সার্চ দেয়। সেই সার্চের উপর ভিত্তি করে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে সার্চ জায়ান্ট গুগল। ২০১৮ সালে গুগলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কোন বিষয়টি বা কাকে খোঁজা হয়েছে এবার তার একটি তালিকা প্রকাশ পেয়েছে।
গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে প্রকাশিত ট্রেন্ডিং সার্চের তালিকায় দেখা গেছে, চলতি বছরে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচকে। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে স্টেডিয়ামে উপস্থিত হয়ে সাড়া ফেলেছিলেন তিনি।
তালিকার শীর্ষ দশে রয়েছেন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রয়েছেন ৯ নম্বরে। ১০ নম্বরে রয়েছেন অন্তর্জালের আলোচিত তারকা ও স্বতন্ত্র সংসদ প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
গুগল কয়েকটি ক্যাটাগরিতে সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে।
এসএ/

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি