ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মদিনে স্বামীর উপহারে চমকে গেলেন ন্যানসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৬, ১৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৩৯, ১৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জন্মদিনে স্বামীর কাছ থেকে দামি উপহার পেয়ে চমকে গেলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। স্বামী নাজিমুজ্জামান জায়েদের কাছ থেকে ২৫ লাখ টাকা মূল্যের উপহার পেয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে তার হাতে এই উপহার দেন জায়েদ।    

ন্যানসি-জায়েদের সংসার জীবন চলছে পাঁচ বছর। স্বামীর কাছ থেকে এই প্রথম এমন মূল্যবান উপহার পেয়ে উচ্ছ্বসিত ন্যান্‌সি।    
    
দামি এই উপহার সম্পর্কে ন্যানসি বলেন, ‘আমার স্বামীর ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ৫ শতাংশ জমি ছিল। সেই জমিটি সে আমার নামে দানপত্র করে দেয়। বর্তমানে জমিটির সরকারি মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। জন্মদিনের সকালে স্বামীর কাছ থেকে এমন একটি উপহার পাব ভাবতেই পারিনি। সত্যি কথা বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি।’       

স্বামী নাজিমুজ্জামান জায়েদ বলেন, ‘সংসারজীবনের শুরু থেকে ন্যান্‌সির কাছ থেকে অসীম ভালোবাসা পেয়ে আসছি। ন্যান্‌সির জন্মদিনে আমার এই উপহার আসলে তেমন কিছুই না। এটাকে জাস্ট ভালোবাসার একটা স্মারক বলা যায়। সামান্য এই উপহারে তার এমন উচ্ছ্বাসে আমি আনন্দিত।’  

এসি 
       


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি