ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আবেগাপ্লুত নায়ক ফারুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ১৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২২:৫৩, ১৩ ডিসেম্বর ২০১৮

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। নায়ক ছাড়াও এই তারকার আরেকটি পরিচয় রয়েছে তিনি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে তিনি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন এবং একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে অল্প সময়ের মাঝেই দর্শক হৃদয়ে ঠাঁই করে নেন মিয়া ভাই খ্যাত এই তারকা।

দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অনেকটা নীরবেই চালিয়ে গেছেন তার কার্যক্রম। সম্প্রতি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নিয়ে নির্মিত একটি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিমার্ণ এবং প্রতিবন্ধকতার বিভিন্ন বিষয় আলাপকালে আবেগাপ্লুত হয়ে পড়েন নায়ক ফারুক। সেই দিনগুলো তখন তার স্মৃতিতে ভেসে উঠে।

অভিনেত্রী সুস্মা সরাজের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন সোহেল রানা সবুজ। তিনি বলেন, অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে বিভিন্ন আলোচনা হয়। সবাই সেই দিনগুলোর স্মৃতিচারণ করেন। সেলুলয়েড ফিতায় মুক্তিযুদ্ধ শিরোনামের অনুষ্ঠানটিতে ফারুক ছাড়াও অতিথি হিসেবে রয়েছেন অভিনেত্রী সুজাতা আজিম এবং নির্মাতা মোরশেদুল ইসলাম।         

অনুষ্ঠানটি ১৬ই ডিসেম্বর রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে।     

এসি 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি