ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার বিয়ের পিঁড়িতে পরিণীতি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি বিয়ে হয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারই বোন অভিনেত্রী পরিণীতি চোপড়া। শিগগিরই বয়ফ্রেন্ড চরিত দেশাইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বছর থেকে নাকি চরিত দেশাইয়ের সঙ্গে ‘ডেট’ করছেন পরিণীতি। ২০১৭ সালে আমেরিকায় এক কনসার্টে হাজির হওয়ার পরই চরিতের সঙ্গে পরিচয় হয় পরিণীতির। তখন থেকেই সম্পর্কের সূত্রপাত। এরপর বহু ঘটনা প্রকাশ পেয়েছে মিডিয়ার সামনে।

তবে বিয়ের বিষয়টি মিডিয়ায় প্রকাশ পেলেও তাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোন ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে, করণ জহরের ধর্মা প্রোডাকশনের হয়ে সহকারী পরিচালকের কাজ করেন চরিত দেশাই। বর্তমানে যশ রাজের ব্যানারে রয়েছেন তিনি। সেখানেও সহকারী পরিচালকের দায়িত্বে আছেন তিনি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি