ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নির্মাতা সাইদুল আনাম টুটুল লাইফ সাপোর্টে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪৭, ১৬ ডিসেম্বর ২০১৮

গুণী নির্মাতা সাইদুল আনাম টুটুল লাইফ সাপোর্টে। বর্তমানে তিনি ধানমন্ডির ল্যাবএইড হাসাপাতালে রয়েছেন। এ নির্মাতা কয়েকদিন আগে ‘কালবেলা’ সিনেমার শুটিং শুরু করেন।

এ সিনেমার অভিনেতা শিশির আহমেদ জানান, ‘গতকাল রাত তিনটায় টুটুল ভাই হার্ট অ্যাটাক করেছেন।’

‘কালবেলা’র সিনেমার সিনেমাটোগ্রাফার রিপন রহমান খান বলেন, ‘রাত তিনটায় হার্ট অ্যাটাক করার পরপরই তাকে নিয়ে আমরা সবাই ল্যাবএইড হাসপাতালে চলে আসি। তখনই শারীরিক অবস্থা খারাপ দেখায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আমরা পুরো ‘কালবেলা’ সিনেমার ইউনিটই টুটুল ভাইয়ের পাশে আছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন।’
হাসপাতালে আছেন টুটুলের স্নেহধন্য অভিনেতা, নির্মাতা ও ডিরেক্টর গিল্ডসের সভাপতি সালাহউদ্দিন লাভলু। তিনি বলেন, টুটুল ভাইয়ের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার ফুসফুসে পানি জমেছে বলে জানান ডাক্তার। শারীরিক অবস্থা খুব ভালো নয়। আল্লাহ টুটুল ভাইকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।

উল্লেখ্য, সাইদুল আনাম টুটুল নির্দেশিত প্রথম সিনেমা ছিল ‘আধিয়ার’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি ২০০১ সালে মুক্তি পেয়েছিল। তার দ্বিতীয় সিনেমা ‘কালবেলা’র কাজ অনেক দূর এগিয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি