ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

সিয়াম-অবন্তীর বিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১৮ ডিসেম্বর ২০১৮

দীর্ঘদিনের প্রেমিকা সাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করলেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদ। ১৬ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পার্টি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এর আগে গত শুক্রবার, ১৪ ডিসেম্বর অবন্তীর ও শনিবার, ১৫ ডিসেম্বর সিয়ামের ঘরোয়া আয়োজনে হলুদ অনুষ্ঠিত হয়।
সিয়াম-অবন্তীর বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠরা। এছাড়া শোবিজ অঙ্গনের সিয়ামের কাছের বেশ কয়েকজন তারকা ও নির্মাতারা বিয়ের অনুষ্ঠানে অংশ নেন।

অবন্তীর সঙ্গে সিয়ামের পরিচয় ১০ বছরের। বন্ধুত্ব থেকে তাদের প্রেম, যা এবার পরিণয় পেল। অবন্তী বর্তমানে একটি ই-কমার্স প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

অন্যদিকে, ছোট পর্দা দিয়ে সিয়ামের অভিনয় যাত্রা শুরু হলেও বর্তমানে তিনি সিনেমায় অভিনয় করছেন। চলতি বছর রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’র মধ্য দিয়ে বড় পর্দায় এই তারকার অভিষেক ঘটে। এছাড়া সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার দ্বিতীয় সিনেমা ‘দহন’ও বেশ আলোচনায় রয়েছে। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সিয়ামের ‘ফাগুন হাওয়া’ সিনেমাটি মুক্তি পাবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি