ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিয়ে করলেন শবনম ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ২০ ডিসেম্বর ২০১৮

এবার বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। গত ১৮ ডিসেম্বর ছোটপর্দার এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করেন।

সেই সঙ্গে শবনম ফারিয়া জানান, দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান হবে। তার আগে ২৬ জানুয়ারি হবে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানের আগের দিন হবে গায়ে হলুদ। একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হারুনুর রশীদ অপুর সঙ্গে গাঁটছাড়া বাঁধছেন এ তারকা।
ফারিয়া আরও বলেন, ‘২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে দুজনের বন্ধুত্ব হয়। ফেসবুকে আমাদের দুজনেরই অনেক কমন বন্ধু ছিল। অপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি গ্রহণ করি। এরপর ফেসবুকে কথা বলতে বলতে দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। এক পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমাদের আংটি বদল হয়।’
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি