ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এখনই হানিমুন নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ২০ ডিসেম্বর ২০১৮

ইতালির লেক কোমো থেকে মুম্বই, দীপিকা পাডুকোন ও রণবীর সিংহের বিয়েতে মেতেছিল গোটা টিনসেল টাউন। দীপবীরের বিয়ে নিয়ে টানা ১৫ দিন ধরে হইচই চলেছে রুপোলি দুনিয়ায়। কিন্তু মধুচন্দ্রিমায় কি উদাসীন হয়ে পড়লেন রণবীর সিংহ?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রণবীর নাকি এই মুহূর্তে হানিমুন করছেন না। এই মুহূর্তের জন্য স্থগিত থাকছে দীপবীরের মধুচন্দ্রিমা।

কিন্তু ঠিক কী কারণে হানিমুন পিছিয়ে দিলেন রণবীর? যে দীপিকার প্রেমে রণবীর ভেসে থাকেন তার সঙ্গে মধুচন্দ্রিমা নিয়ে কেন এত উদাসীন রণবীর? জানা গিয়েছে, এই মুহূর্তে তিনি আসন্ন ছবি ‘সিম্বা’র প্রচার নিয়ে ব্যস্ত। আর সেই কারণেই মধুচন্দ্রিমা পিছিয়ে দিয়েছেন তিনি।

ছবির পরিচালক রোহিত শেট্টি জানিয়েছেন, তিনি রণবীরকে ছবির প্রচারের জন্য আটকাননি। কিন্তু এই মুহূর্তে হানিমুনের থেকে নিজের ছবিতে মন দেওয়া উচিত বলে মনে  করছেন রণবীর নিজেই। আর রণবীরের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন নববধূ দীপিকা।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি