ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার বিজ্ঞাপনে শাকিব ও নুসরাত ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ২৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:৩৭, ২৩ ডিসেম্বর ২০১৮

শাকিব ও নুসরাত ফারিয়ার প্রথম চলচ্চিত্র ‘শাহেনশাহ’। সিনেমাটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। নতুন এই জুটির প্রথম সিনেমায় তাদের রসায়ন দেখার অপেক্ষায় রয়েছে দর্শক। তবে নতুন খবর হচ্ছে- চলচ্চিত্র মুক্তির আগে একটি বিজ্ঞাপনে কাজ করলেন এই জুটি।
হঠাৎ বড় পর্দা থেকে ছোট পর্দায়, তাও আবার বিজ্ঞাপনে এমন প্রশ্নে ঢাকাই সিনেমার এ সময়ের সুপারস্টার বলেন, ‘অনেক দিন পর বিজ্ঞাপনের ভালো থিম পেয়েছি। আমি সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই। সব মিলিয়ে এই কাজটা করছি।’
বিজ্ঞাপনটি দেশের মোবাইল নেটওয়ার্ক বাংলালিংকের। এর পরিচালনায় রয়েছেন আদনান আল রাজীব।

তিনি আরও বলেন, ‘আদনান আল রাজীব একজন চমৎকার বিজ্ঞাপন নির্মাতা। এই বিজ্ঞাপনের সব আয়োজন ভালো।’

শাকিব খানের সঙ্গে এই বিজ্ঞাপনে হালের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে দেখা যাবে। বিজ্ঞাপনটিতে দুজনে বেশ ভালো কাজ করেছেন জানিয়ে নির্মাতা।

শাকিব খান ও নুসরাত ফারিয়া দুজনই বাংলালিংকের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। চলতি মাসে এই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি