ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বান্ধবীর সঙ্গে তৈমুরের স্নানের ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ২৩ ডিসেম্বর ২০১৮

২০ ডিসেম্বর ২ বছরে পা দিয়েছে সাইফ-কারিনা পুত্র তৈমুর আলি খান। এমুহুর্তে মা-বাবার সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে ব্যস্ত ছোট্ট নবাব। তবে দেশ থেকে বহু দূরে দক্ষিণ আফ্রিকায় গিয়েও সোশ্যাল মিডিয়া থেকে দূরে নেই সে। ভক্তদের মাধ্যমে তোলা তৈমুরের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তৈমুরের সঙ্গে তার ছোট্ট বান্ধবী কায়ানাত সিংয়ের (রোডিস খ্যাত রণবিজয় সিংয়ের কন্যা) জল নিয়ে খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে তৈমুর ও কায়ানাত দুজনে ছোটদের জন্য তৈমুর পুলে স্নান করছে। তারা সেখানে পানি নিয়ে খেলতে ব্যস্ত। পুলের এক সাইটে তৈমুর মাগ নিয়ে পানি ছুঁড়তে ব্যস্ত, অন্যদিকে দাঁড়িয়ে ছোট্ট কায়ানাত তৈমুরের দিকে বল ছুঁড়ে দিচ্ছে। তৈমুরের জন্মদিন উপলক্ষ্যে পুরনো এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রণবিজয় সিংয়ের স্ত্রী প্রিয়াঙ্কা সিং।

ক্যাপশানে প্রিয়াঙ্কা লিখেছেন ‘শুভ জন্মদিন ছোট্ট টিম টিম, এই দুই জন, কায় এবং টিম। কায়ের জন্যও মায়ের পক্ষ থেকে অনেক ভালোবাসা।’

দেখুন ভিডিও :


সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি