ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোনালের নতুন গান ‘ভালোবাসার জ্বালাতন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ২৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সোমনুর মনির কোনাল। সঙ্গীতে তার বিচরণ অনেকের চেয়ে চমকপ্রদ। মিষ্টি চেহারার এই শিল্পীর ধ্যানে-জ্ঞানে শুধুই গান। প্রতিনিয়ত নতুন নতুন গান নিয়ে আসছেন এই তারকা। এবার নতুন আরও একটি গানে কণ্ঠ দিলেন কোনাল। গানটির শিরোনাম ‘ভালোবাসার জ্বালাতন’। গানটি ‘রাজকন্যা’ সিনেমায় ব্যবহৃত হবে।

সিনেমাটি পরিচালনা করছেন রাজু চৌধুরী। ‘অন্তর হইয়া শিরায় শিরায়, যাও গো তুমি বইয়া’- এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। কোনালের সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি