ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীপিকা-রণবীরের কোমর জড়ানো নৃত্যের ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কপিল শর্মা এবং গিনি চাথরাথের মুম্বাই রিসেপশন ছিল ২৪ ডিসেম্বর, সোমবার। জে ডব্লিউ ম্যারিয়টে বসে কপিল-গিনির দ্বিতীয় রিসেপশনের আসর। সেই রিসেপশনে হাজির হন বলিউডের অন্যতম সেরা জুটি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন।
গোলাপী রঙের শাড়ির সঙ্গে ভারি গয়না পড়ে কপিলের রিসেপশনে হাজির হন দীপিকা। অন্যদিকে রণবীর সিং-এর পরনে ছিল নীল রঙের সুট। জে ডব্লিউ ম্যারিয়টে কপিল-গিনির রিসেপশনে হাজির হয়ে ‘ডান্স ফ্লোরে’ যেন আগুন জ্বালিয়ে দিলেন এই জুটি। রিসেপশন পার্টিতে কখনও রণবীর সিং-এর কোমর জড়িয়ে নাচতে দেখা যায় দীপিকাকে। আবার কখনও দীপিকাকে আঁকড়ে ধরে নাচতে শুরু করেন রণবীর। সেই ভিডিও সোশ্যাল সাইডে শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি