ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সত্যিই কি ফাতিমার সঙ্গে সম্পর্কে জড়ালেন আমির?

প্রকাশিত : ১২:১৫, ২৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০০:০৬, ২৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে কি সম্পর্ক আছে আমির খানের? বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন শুরু হয়েছে বি টাউনে। ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করেছিলেন ফাতিমা।

`দঙ্গল`-এর পর থেকেই ফাতিমা সানা শেখের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় আমির খান-কে। শোনা যায়, আমির খান নাকি সম্প্রতি লন্ডনে গিয়েও, সেখানে ফিটনেস ট্রেনিংয়ের জন্য ডেকে নেন ফাতিমাকে, যা নিয়ে কেউই মুখ খোলেননি। সম্প্রতি আমির খানের সঙ্গে সম্পর্ক রয়েছে কি না এ বিষয়ে প্রশ্ন করা হয় ফাতিমা সানা শেখকে?

ফাতিমা বলেন, মাঝে মধ্যেই তার ছবি বের হয়, যেখানে আমির খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা কথা লেখা থাকে।যা নিয়ে প্রথমে মুখ খোলেননি তিনি।

কিন্তু এরপর থেকে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা অরেন বলেও জানান ফাতিমা। শুধু তাই নয়, মানুষ যা খুশি তাই বলতে পারেন, কিন্তু তা নিয়ে মাথা ঘামালে চলে না।

লোকের অযথা কথা নিয়ে তিনি কখনও মাথা ঘামাবেন না বলে স্পষ্ট জানান `ঠাগস অফ হিন্দোস্তান` অভিনেত্রী। ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্ক নিয়ে আমির খানকে কখনও মুখ খুলতে দেখা যায়নি। ফাতিমার এই সাক্ষাত্কারের পরও চুপ রয়েছেন বলিউডের `মিস্টার পারফেকশনিস্ট`।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি