ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আদম সিনেমায় লিজা ও রাজিবের প্লেব্যাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৮

ব্যতিক্রম গল্প ও গান নিয়ে বিনোদন পাড়ায় যাএা শুরু করলো পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমা আদম। আদম এ প্লেব্যাক করেছেন লিজা ও রাজিব।

সাম্প্রতি মগবাজারের একটি ষ্টুডিওতে আদম এর একটি গান রেকর্ডিং হয়।গানটির মিউজিক আয়োজন করেছেন সুমন কল্যান।আর কন্ঠ দিয়েছেন লিজা এবং রাজিব। টি, এইচ, আর মিডিয়া হাউজ এর ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।

আদম এর পরিচালক আবু তাওহীদ হিরন এর কাছে গানটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাজিব ও লিজার গানটি আমার এই সিনামায় একটি চমক..এর থেকে এখন বেশি কিছু বলতে পারছি না।" আদম" এর প্রযোজক তাামিম হোসেন বলেন খুব শিগ্রই মহোরতের মাধ্যমে সব কিছু জানিয়ে দেয়া হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি