ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বলিউড অভিনেতা কাদের খান হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ২৮ ডিসেম্বর ২০১৮

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েক বছর ধরেই ছেলে এবং বউমার সঙ্গে থাকতে শুরু করেছেন বলিউড অভিনেতা। আচমকা অসুস্থ হয়ে পড়লে, হাসপাতালে ভর্তি করার পর পরই চিকিৎসকদের একটি দল তাকে চিকিৎসা দিতে শুরু করেছেন।

এই মুহূর্তে শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছেন বলিউডের এই অভিনেতা। পাশাপাশি তার শরীরে নিউমোনিয়ার লক্ষণও ধরা পড়েছে।
সূত্রের খবর, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার পর থেকেই কথা বন্ধ করে দিয়েছেন কাদের খান। নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ তার শরীরে বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও ধরা পড়েছে। ফলে, ক্রমশ খারাপ হতে শুরু করেছে তার শারীরিক অবস্থা।

এদিকে কাদের খানের ছেলে সরফরাজ বলেন, তার বাবাকে সবাই ভুলেই গিয়েছে। ইন্ডাস্ট্রির কেউ তাকে মনে রাখেননি। 

উল্লেখ্য, ২০১৭ সালে একবার অসুস্থ হয়ে পড়েন কাদের খান। ওই সময় থেকেই হাঁটতে চলতে গেলে অসুবিধার মধ্যে পড়তে হয় তাকে।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি