ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মা’কে নিয়ে ভোট দিলেন শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:০৯, ৩০ ডিসেম্বর ২০১৮

ঢালিউডের অন্যতম নায়ক শাকিব খান তার মাকে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। শাকিব খান ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ক্যান্ট. ভাষানটেক এলাকা) ভোটার। যেখানে প্রার্থী হয়েছেন অরেক নায়ক ফারুক। রবিবার বিকেল ৩.৪০ মিনিটে শাকিব খান রিকশায় চড়ে গুলশানের মডেল স্কুলের ভোট কেন্দ্রে যান।       

শাকিব খান বলেন, আমার বাসা পাশে তাই মাকে নিয়ে রিকশা করে ভোট কেন্দ্রে এসেছি। কেন্দ্রের পরিবেশ একেবারেই শান্তিপূর্ণ। অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট প্রদান হচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকবে। কিন্তু গিয়ে দেখলাম ভিন্ন চিত্র। নারী-পুরুষ আলাদাভাবে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ভোট দিতে যাচ্ছে।      

তিনি বলেন, ভোট দিতে এসে অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। অনেক ভালো লাগছে। এখন ফলাফলের জন্য অপেক্ষা। আমি চাই নির্বাচনের সব ঝামেলা যেন একদিনেই শেষ হয়ে যাবে। তাহলে সব সেক্টরের কাজে গতি ফিরে আসবে।    
 
এসি
       


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি